নোটিশ বোর্ড

A K S SUHAL RANA # Suhal # Here is title3 Slow scroll speed Medium scroll speed Fast scroll speed

UDC Service

মাত্রাই ইউনিয়ন ডিজিটাল সেন্টার (Matrai UDC)
এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। জনগণের দোরগোড়ায় সেবা পৌছানোর লক্ষ্যে ২০১০ সালে এর যাত্রা শুরু হয়ে এ পর্যন্ত সফল ভাবে পরিচালিত হয়ে আসছে। এখানে সকল স্তরের মানুষের জন্য সেবা রয়েছে। মাত্রাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারটি ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় জনসাধারনের যোগাযোগের তেমন সমস্যা হয়না।

আমাদের সেবা সমূহ:
সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।
জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।
বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।

যোগাযোগের ঠিকানা:
উদ্যোক্তা 
আবু কাহার
মাত্রাই ইউনিয়ন ডিজিটাল সেন্টার
মাত্রাই, কালাই, জয়পুরহাট।

মোবাইল-        ০১৭৩৮-৫৮১১৮৪
ইমেইল-          abukahar72@gmail.com
ওয়েবসাইট-    www.matraiup.joypurhat.gov.bd
স্কাইপ-            abukahar7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন